Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুফতি ফয়জুল করিমকে বিসিসির মেয়র ঘোষণার আবেদন খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৫:১৭ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:০১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার আবেদন খারিজ করেছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, নির্বাচন পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন না করায় এবং আরও কয়েকটি কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা।

প্রসঙ্গত, গত ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ২৪ এপ্রিল বিচারক এই আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেন।

সারাবাংলা/ইআ

আবেদন খারিজ বরিশাল সিটি করপোরেশন মুফতি ফয়জুল করিম