‘২৪ আমাদের সাফল্য এনেছে, এর সূচনা ১৩ তে’
৫ মে ২০২৫ ১৭:৫১ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:০৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজু ভাস্কর্যের পাদদেশে সোমবার (৫ মে) আয়োজিত সমাবেশে আমার দেশ পত্রিকার সহ সম্পাদক মুনিম মাহফুজ এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘শাপলা আন্দোলন ছিল বাঙালি মুসলমানের সরবাত্তক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাই জুলাইয়ের আন্দোলনকে সফল করতে হলে জুলাইয়ের শহিদদের মতো শাপলার শহিদদেরও শহিদ হিসেবে ঘোষণা দিতে হবে। শাপলার বিষয়ে আলাদা সেল করে শাপলা গণহত্যার পরিপূর্ণ তদন্ত করে রিপোর্ট তৈরি করতে হবে।’
ঢাবি মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তৎকালীন আওয়ামী সরকার কতৃক সাধারণ মুসল্লী ও শিক্ষার্থীদের ওপর যে ‘গণহত্যা’ সংঘঠিত হয়েছিল তার বিচার ও ‘শহিদদের’ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের শাপলার বীর হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন এবং ৫ মে কে শহিদ দিবস হিসেবে ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজু ভাস্কর্যের পাদদেশে ‘স্টুডেন্ট এলায়েন্স অব ডিইউ’ এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাতটি সংগঠনের নেতাকর্মী। সংহতি জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় কওমী স্টুডেন্ট ফোরাম, বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ও আন্ত:বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ এর আহবায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোস্তফা মনজুর।
সমাবেশে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের যুগ্ন আহবায়ক জাকির হোসেন ইফতি বলেন,’ যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন তারাই আমাদের আলেম উলামাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এটার কারণ শুধু ইসলাম বিদ্বেষ নয় আর্থসামাজিক ব্যবস্থাও এর জন্য দায়ী। শহুরে মদ্ধবিত্ত শ্রেণীর একটি বিদ্বেষ কাজ করে গ্রামের নিরক্ষর মধ্যবিত্তদের প্রতি। এ বিদ্বেষ কাটিয়ে উঠতে হবে আমাদের।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আরিফুর রহমান অপু বলেন, ‘একটি কমিশন করে এ শাপলা গণহত্যায় যারা যুক্ত ছিল তাদের বিচার করতে হবে। আহত ও শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। ৫ মের স্পিরিট ধারণ করেই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই অন্তর্বর্তী সরকার নারী কমিশনের রিপোর্ট গ্রহণ করেছে। এতে আমরা শঙ্কিত। সরকার যদি লাইনচ্যুত হয়, আমরা ফ্যাসিস্ট সরকারের মতো এ সরকারকেও উৎখাত করব। আমরা আর কোন নাটক সিনেমা দেখতে চাই না।’
সারাবাংলা/কেকে/এনজে