Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:২২ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩২

সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসি’

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে বা বৈধভাবে ভিসা দিয়ে আরো শ্রমিক নিতে আগ্রহী।

সোমবার (৫ মে) বিকালে সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে আমাদের বাংলাদেশি বহুলোক কাজ করে। আরব দেশের পর ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে লোক বেশি। আজকে আমরা আলাপ করেছি, আমাদের মধ্যে সহযোগিতা আরো কীভাবে বাড়ানো যায়। ইতালিতে যারা কাজ করছে তারা যেন প্রোপারে চ্যালেনে যায়। অনেকে সৌদি আরব ও লিবিয়ার ভিসা নিয়ে বা অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যায়। এটা যেন না করে। যারাই ইতালিতে যাবেন, তারা যেন লিগ্যাল ভিসা নিয়ে ইতালিতে যায় সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে কথাই বলেছেন। তিনি বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুব কঠোর পরিশ্রমী। তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে আরো বেশি লোক নিতে আগ্রহী। বাঙালি শ্রমিকরা ইতালির অর্থনীতিতে অবদান রাখছে।

কী পরিমাণ লোক ইতালিতে আছে- সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যা তো এমুহূর্তে বলতে পারবো না, তবে ১ লাখের বেশি শ্রমিক ইতালিতে আছে। তারা বিভিন্ন পেশায় কাজ করছেন। তারা নতুন করে লোক নেবেন, তবে সেটা প্রোপার চ্যালেনে যেতে হবে। লিগ্যাল মাইগ্রেশন বা লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে।

ইতালিতে অবৈধ নাগরিকের বিষয়ে কি কোনো আলাপ হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো প্রশ্ন উঠে নাই। এখন আপনারা বলতে পারেন যে, সেখানে অবৈধ লোক আছে কি না। তারপরও আমরা তাদের অনুরোধ করেছি, যারা লিগ্যালওয়েতে যায়নি, তাদের যেন বৈধতা দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইতালির সঙ্গে নতুন কোনো সমঝোতা চুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে আজকে কোনো সমঝোতা চুক্তি সই হয় নাই। আগে থেকেই আমাদের একটা সমঝতা চুক্তি আছে, সেটাকে আরো কার্যকর করা হতে পারে।

উপদেষ্টা আরও বলেন, আমরা কিছু বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলেছি, বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সাথে সহযোগিতা বাড়নোর বিষয়ে তারা একমত হয়েছেন, এক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে।

ইতালি কী ধরনের সহযোগিতা দেবে- এমন প্রশ্নেজবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা মূলত আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেবে।

সারাবাংলা/জেআর/আরএস

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর