Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিনগরের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২০:৫৫ | আপডেট: ৬ মে ২০২৫ ১১:১৩

রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার

ঢাকা: রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে আটকে পড়া ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার বলেছেন, রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। এসময় সিলিন্ডার বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। তবে আগুনটি কীভাবে লেগেছে তা তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

তিনি বলেন, ‘ভেতরে কোন হতাহত আছে কিনা এখনো কনফার্ম না। তবে আটকে পড়া ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। দের মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু ২ জন রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর

আগুন নিয়ন্ত্রণে শান্তিনগর সিরাজ টাওয়ার