Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ শিশুদের অন্ডকোষ পেঁচিয়ে গেলে করণীয়

ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল
২ জুলাই ২০২৫ ০৮:৪১ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৩:৩৬

শিশুদের অন্ডকোষ পেঁচিয়ে গেলে (টেস্টিকুলার টর্শন) দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। এটি একটি জরুরি অবস্থা যা অন্ডকোষে রক্ত সরবরাহ বন্ধ করে দেয় এবং তাৎক্ষণিক চিকিৎসার অভাবে অন্ডকোষ নষ্ট হয়ে যেতে পারে। আর এটি নষ্ট হয়ে গেলে বড় হয়ে বন্ধ্যাত্বের কারণ হয়। যত দ্রুত সম্ভব, শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং চিকিৎসা করা দরকার।

অন্ডকোষ পেঁচিয়ে যাওয়ার কারণ _

বেশিরভাগ ডাক্তাররাই বলেন, এটি মুলত তিনটি কারনে হতে পারে। জন্মগত ত্রুটির কারনে হতে পারে। অতিরিক্ত নড়াচড়া বা স্থির না থাকা বা চঞ্চলতার কারনে হতে পারে। এছাড়া কোনো দুর্ঘটনার কারনেও হতে পারে।

অন্ডকোষ পেঁচিয়ে গেলে যা করতে হবে _

বিজ্ঞাপন

জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যান:
অন্ডকোষ পেঁচিয়ে গেলে (টেস্টিকুলার টর্শন) দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। এখানে ডাক্তার অস্ত্রোপচারের মাধ্যমে পেঁচানো অন্ডকোষ সোজা করে দেন। এর মধ্য দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

অন্ডকোষের দিকে খেয়াল রাখুন:
যদি দেখেন যে অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে বেশি ফোলা, লাল বা গরম হয়ে গেছে এবং ব্যথা করছে, তাহলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

শিশুদের অন্ডকোষ পেঁচিয়ে গেলে (টেস্টিকুলার টর্শন) দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি

শিশুদের অন্ডকোষ পেঁচিয়ে গেলে (টেস্টিকুলার টর্শন) দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি

ব্যথা হলে:
অন্ডকোষে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ খাওয়ানো যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

অন্যান্য কারণ:
যদি অন্ডকোষে আঘাত লাগে বা অন্য কোনো কারণে ফুলে যায়, তাহলেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে জরুরী অপারেশন _

অন্ডকোষ পেঁচিয়ে গেলে দ্রুত অপারেশন করাতে হবে। ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে অবশ্যই অপারেশন করতে হবে। নাহলে ইনফেকশন হতে পারে, পানি জমতে পারে। ফলে দ্রুত সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং কেটে ফেলে দেওয়া লাগতে পারে। তবে অপারেশনের আগে আল্ট্রাসনোগ্রাম বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে।

এই রোগের বিষয়টি অনেকেই জানেন না _

শিশুদের অন্ডকোষ প্যাঁচিয়ে যাওয়ার বিষয়টি বেশিরভাগ লোকই জানেন না। তবে ডাক্তারদের মতে এটি কমন একটি বিষয়। হওয়ার সাথে সাথেই বিষয়টি অপারেশন করা জরুরী। বরং এটি জানার পরও দেরি করাটা বিপদের কারন। কারন এর মাধ্যমে বন্ধ্যান্তর বিষয়টি জড়িত।

লেখক: সহযোগী অধ্যাপক, অ্যাডভান্সড শিশু সার্জারি ও স্টেম সেল থেরাপী বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা

সারাবাংলা/ইউজে/এএসজি

শিশুদের অন্ডকোষ পেঁচিয়ে গেলে করণীয়