চ্যাম্পিয়নস লিগ
ইয়ামালকে আটকাতে যে পরিকল্পনা সাজাচ্ছে ইন্টার
৬ মে ২০২৫ ০৯:৫৮
অল্প কিছুদিনের ক্যারিয়ারেই তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম মূল ভরসা। বার্সেলোনার হয়ে এই মৌসুমে অপ্রতিরোধ্য লামিন ইয়ামালই যেন প্রতিপক্ষের বড় মাথাব্যথার কারণ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও তাই ইয়ামালকে নিয়েই আলাদাভাবে ভাবছে ইন্টার মিলান। ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলছেন, দরকার হলে দুজন ডিফেন্ডার দিয়ে ইয়ামালকে আটকানোর চেষ্টা করবেন তারা।
মাত্র ১৭ বছর বয়সে বার্সার আক্রমণভাগের অন্যতম কাণ্ডারি ইয়ামাল। বিশেষ করে এই মৌসুমে ইয়ামালে ভর করেই ট্রেবলের পথে ছুটছে বার্সা। ইন্টারের বিপক্ষে সেমির প্রথম লেগে দুর্দান্ত পারফর্ম করে বার্সাকে হার থেকে বাঁচিয়েছেন তিনিই।
দুই গোলে পিছিয়ে পড়া বার্সা ম্যাচে ফিরেছে ইয়ামালের গোলে। ম্যাচে আরও কিছু গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে তার শট পোস্টে না লাগলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বার্সা।
ইনজাগি ম্যাচের পর বলেছিলেন, ইয়ামালের মতো প্রতিভা ৫০ বছরে একবারই দেখা যায়। দ্বিতীয় লেগের আগে সেই ইয়ামালকে নিয়েই বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন ইনজাগি, ‘আমাদের চেষ্টা করতে হবে সে যেন বল না পায়। যদিও এটা অসম্ভব। তাকে দুজন ডিফেন্ডার দিয়ে পাহারায় রাখতে হবে। সে এমন একজন ফুটবলার, যার দিকে সমসময় নজর রাখতে হবে।’
ইয়ামালের প্রতি নিজের মুগ্ধতার কথা আবারও অকপটে স্বীকার করলেন ইনজাগি, ‘সে অসাধারণ এক প্রতিভা। সত্যিই সে প্রতিপক্ষের জন্য বিপদজনক। সবাই তার পায়ে বল দিয়ে চায়। তাকে তাৎক্ষনিক অনেক সিদ্ধান্ত নিতে হয়। এটায় আমি মুগ্ধ। সে জানে কখন কীভাবে খেলতে হবে।’
আজ রাত ১টায় সান সিরোকে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সা-ইন্টার। বার্সার মাঠে প্রথম লেগ ড্র হয়েছিল ৩-৩ গোলে।
সারাবাংলা/এফএম