Tuesday 17 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদখোলা বাসে বার্সার ‘ঘরোয়া ট্রেবল’ উদযাপন

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫ ১১:০৮

ছাদখোলা বাসে বার্সার উদযাপন

দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে লা লিগা শিরোপা নিশ্চিতের পরপরই বড় আকারে উদযাপনের প্রস্তুতি নেয় বার্সা। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বার্সা ফুটবলাররা।

স্প্যানিশ সুপার কাপ, কোপা ডেল রে ও লা লিগা; স্পেনের তিন শিরোপাই ঘরে তুলেছে বার্সা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও ঘরোয়া ট্রেবল জিতে নতুন রেকর্ড গড়েছে কাতালানরা। এই ট্রেবল জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করে বার্সা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ছাদখোলা বাসে ট্রেবলের তিন ট্রফি নিয়ে উদযাপনে মেতে ওঠে বার্সা। এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে ঘুরেছে। এই সময়ে হাজারো বার্সা সমর্থক নেচে গেয়ে ট্রেবল জয় উদযাপন করে।

বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার, কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা। সমর্থকদের মতো তারাও বিভিন্ন গানে নেচেছেন, ভক্তদের উদ্দেশে দিয়েছেন নানা বক্তব্যও।

এই মৌসুমের মতো আগামী মৌসুমেও দাপটের সঙ্গে খেলবে বার্সা, রাফিনহা, ইয়ামাল, পেদ্রিদের মুখে ছিল এমন আশ্বাস। এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে দল।

সারাবাংলা/এফএম

ঘরোয়া ট্রেবল ছাদখোলা বাস বার্সেলোনা লা লিগা লামিন ইয়ামাল হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর