Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া ফিরে আসায় গণতন্ত্রে উত্তরণ সহজ হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১০:০০ | আপডেট: ৬ মে ২০২৫ ১২:১০

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসায় গণতন্ত্রে উত্তরণ সহজ হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়ে ফ্যাসিবাদ বিদায় নিলে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণে সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে।’

আর কিছুক্ষণ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে কিছু সময়ের মধ্যেই তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর সোমবার (৫ মে) লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়ার সঙ্গে।

এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার বিমানবন্দর এলাকায় ভিড় জমিয়েছে বিএনপির নেতাকর্মী, সমর্থকেরা। দলের নির্দেশ অনুযায়ী, দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তায় অবস্থানে নিয়েছে তারা। খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর