Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৫:১১

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার মেথিকান্দার নজরপুরে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১৭) চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নজরপুর গ্রামে আলোচিত রুবেল হত্যাকান্ডের পর থেকেই রুবেল গ্রুপ এবং বাছেদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রুবেল গ্রুপের সাইফুল ইসলাম (১৭) এক দিনমজুর যুবককে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে প্রতিপক্ষরা। এ সময় রাহাত (২২) নামে অপর যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এমপি

আধিপত্য বিস্তার হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর