Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে সড়কে ৫৮৩ জনের প্রাণহানি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৯

ঢাকা: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত এবং এক হাজার ২০২ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৬ এপ্রিল) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে দেশের গণমাধ্যমে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত এবং হাজার ২০২ জন আহত হয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

এ মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, পাঁচজন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। নৌ পথে আটটি দুর্ঘটনায় ১০ জন নিহত, এক জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং এক হাজার ২০৭ জন আহত হয়েছে। এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত, ২২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগে, সেখানে ১৩৮টি সড়ক দুর্ঘটনায় ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৫ জন চালক, ১১২ জন পথচারী, ৭২ জন পরিবহন শ্রমিক, ৭৫ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ১০০ জন নারী, ৭০ জন শিশু, ২ জন সাংবাদিক, ১ জন চিকিৎসক , ১ জন মুক্তিযোদ্ধা, ২ জন প্রকৌশলী, এবং ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাবাহিনী সদস্য, দুইজন আনসার সদস্য, এক সাংবাদিক, একজন চিকিৎসক , একজন মুক্তিযোদ্ধা, ২ জন প্রকৌশলী, ১১৩ জন বিভিন্ন পরিবহনের চালক, ১০৭ জন পথচারী, ৬৭ জন নারী, ৫৫ জন শিশু, ৪৫ জন শিক্ষার্থী, ১৯ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষক ও ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর