Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষমান ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩১

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – ( ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশিদের অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানের জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি’র সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে সুগম করা এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা পর্যালোচনার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে।

সারাবাংলা/ইউজে/আরএস

ইতালির ভিসা ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর