Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩১

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও স্ত্রী মাধবী দেবনাথ।

ঢাকা: বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহুল হক। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন

দুদকের তথ্যমতে, জব্দ হওয়া দুটি ফ্ল্যাটের মধ্যে একটি রয়েছে রাজধানীর গুলশান-১ এ। ২৮৪৬ বর্গফুটের এই ফ্ল্যাট ও গ্যারেজের দলিলমূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৪৫ হাজার টাকা। আরেকটি ফ্ল্যাটের আয়তন ১৫৬৩ বর্গফুট, যার দাম ৫৩ লাখ ২৪ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া তার নামে থাকা সাতটি ব্যাংক হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, মাধবী দেবনাথের বিরুদ্ধে দুদকের মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। নয়তো এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/আরএম/এমপি

আদালত ফ্ল্যাট জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর