Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সুন্দরবন থেকে ৬০০টি হরিণ ধরার ফাঁদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২০:০৯ | আপডেট: ৬ মে ২০২৫ ২০:১১

সাতক্ষীরা: সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের টাটের খাল থেকে ৬০০টি হরিণ ধরা ফাঁদের দড়ি ও দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।

মঙ্গলবার (৬ মে) বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজির সদস্যদের টহল চলার সময়ে এসব জব্দ হয় বলে জানান সিপিজির টিম লিডার ইসমাইল হোসেন।

সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রতিদিনের নিয়মত টহল চলাকালে সুন্দরবনের গহীনে টাটের খালে হরিণ শিকারি চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে শিকারীরা পালিয়ে যায় সুন্দরবনের মধ্যে। টহল দল শিকারী চক্রের ফেলে যাওয়া দুইটা নৌকা ও ৬০০পিস ফাঁদ জব্দ করে।

জিয়াউর রহমান আরও বলেন, যেহেতু তাৎক্ষণিক শিকারীকে চক্রকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলার যে বিধান রয়েছে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমপি

জব্দ হরিণ ধরার ফাঁদ