রংপুরে ৭ দিনের মধ্যে থ্রি-হুইলার বন্ধের হুঁশিয়ারি
৬ মে ২০২৫ ২০:৩৭
রংপুর: আগামী ৭ দিনের মধ্যে রংপুরসহ বিভাগের আট জেলার সড়ক মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধ না করা হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে মোটর মালিক সমিতি।
মঙ্গলবার (৬ মে) বিকেলে রংপুর জেলা মোটর মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন— ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ২০১৫ সালের ৯ আগস্ট একটি পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে জাতীয় সড়কে থ্রিহুইলার, অটোরিকশা, অটো টেম্পু, এবং সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২১ এবং এর আগে ২০১৪ ও ২০১৭ সালে হাইকোর্ট এসব যান চলাচল মহাসড়কে বন্ধের নির্দেশনা জারি করেছিলেন। ওই নির্দেশনায় নির্দিষ্ট ২২টি জাতীয় মহাসড়কে থ্রিহুইলার, অটোরিকশা, অটো টেম্পু, এবং সব শ্রেণির অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করা হয়।’
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও গত ১০ বছরে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া করা তো দূরের কথা, এসব যানের দাপট আরও বেড়েছে। এ কারণে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সেই সঙ্গে দুঃসহ যানজট, বিদ্যুতের ব্যাপক অপব্যবহার ও চুরি একটি চলমান বিষয় হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনের অব্যবস্থাপনার দায়ভারের ব্যর্থতা আমরা নেব না। সাত দিনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য রংপুর বিভাগ থেকে ঢাকা চট্টগ্রামসহ সব দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর দায় প্রশাসনকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন জেলার মোটর মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। এরমধ্যে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সাধারণ রেজাউল করিম বসুনিয়া, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ খোকন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমপি