চ্যাম্পিয়নস লিগ
৭ গোলের থ্রিলারে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার
৭ মে ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ৭ মে ২০২৫ ১৬:০০
এক ম্যাচে যত নাটক হতে পারে, তার সবটাই হলো সান সিরোতে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফুটবল বিশ্ব দেখল ধ্রুপদী এক লড়াই। রোমাঞ্চকর এক ম্যাচে বার্সাকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে এবারের আসরের ফাইনালে পৌঁছে গেল ইন্টার।
প্রথম লেগে ছিল ৩-৩ গোলের সমতা। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার। ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগলু। ৫-৩ গোলে এগিয়ে থেকে তখন সেমির স্বপ্ন দেখছে ইন্টার।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে ম্যাচ জমিয়ে তোলে বার্সা। ৫৪ মিনিটে এক গোল শোধ করেন এরিক গার্সিয়া। ৬০ মিনিটে ম্যাচে সমতা ফেরান দানি অলমো।
৮৭ মিনিটে গোল করে বার্সাকে দারুন এক জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন রাফিনহা। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাচে সমতা ফেরান ফ্রান্সেসকো আচের্বি।৩-৩ গোলের সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটের মাথায় বার্সাকে কাঁদিয়ে জয়সূচক গোল পান দাভিদ ফ্রাত্তেসি। ৪-৩ গোলের অবিশ্বাস্য এক জয়ে প্রথম দল হিসেবে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করে ইন্টার।
পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে ম্যাচসেরা হয়েছেন ইন্টার কিপার সোমার। আজ রাতে পিএসজি-আর্সেনাল ম্যাচে জয়ী দলের বিপক্ষে ৩১ মের ফাইনালে মাঠে নামবে ইন্টার। আলিয়াঞ্জ অ্যারেনাতে হবে এবারের ফাইনাল।
সারাবাংলা/এফএম