Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের হামলায় ট্রাম্পের প্রতিক্রিয়া
‘ঘটনাটি দুঃখজনক, আশা করি উত্তেজনা দ্রুত শেষ হবে’

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ৭ মে ২০২৫ ১০:৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা মাত্রই এটা শুনলাম। আমি শুধু আশা করি এটা দ্রুত শেষ হবে।’

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্বের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তারা বহু বছর, এমনকি শতাব্দী ধরে লড়াই করছে। এই উত্তেজনা দ্রুত শেষ হওয়া উচিত।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। ওই হামলার জবাবে মঙ্গলবার (৬ মে) রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ভারতীয় দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে কোনো পাকিস্তানি বেসামরিক, সামরিক বা অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়নি। কেবল সন্ত্রাসী ঘাঁটিগুলোই ধ্বংস করা হয়েছে।

অপারেশন সিঁদুরের কয়েক ঘণ্টা পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

প্রসঙ্গত, এর আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি ভারতের খুব কাছের বন্ধু, তবে একসঙ্গে এটিও উল্লেখ করেছিলেন যে, ‘আমেরিকা পাকিস্তানেরও ঘনিষ্ঠ বন্ধু’।

সারাবাংলা/এনজে

ট্রাম্প পাকিস্তান প্রতিক্রিয়া ভারত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর