রোনালদোকে ছুঁয়ে রাফিনহার ইতিহাস
৭ মে ২০২৫ ০৯:৫৩
এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের শেষটা অবশ্য সুখকর হলো না রাফিনহার। ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তবে বিদায়ের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে নতুন এক ইতিহাস গড়েছেন এই ব্রাজিলিয়ান।
গত সপ্তাহে ইন্টারের বিপক্ষে প্রথম লেগে রাফিনহা ছাড়িয়ে গিয়েছিলেন লিওনেল মেসিকে। ক্লাবের হয়ে এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ২০টি গোলে অবদান রেখে মেসিকে টপকে যান তিনি। রাফিনহার সামনে ছিলেন শুধুই রোনালদো।
সান সিরোতে বার্সার হয়ে তৃতীয় গোলটি আসে রাফিনহার পা থেকে। আর এই গোলেই রোনালদোর এক যুগ আগের রেকর্ডকে স্পর্শ করেন তিনি।
এই মৌসুমে মোট ২১টি গোলে অবদান রেখেছেন রাফিনহার। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে ২১টি গোলে অবদান রেখেছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই সর্বোচ্চ।
রোনালদোকে ছোঁয়ার রাতে আরেকটি রেকর্ড গড়েছেন রাফিনহা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করলেন রাফিনহা। রাফিনহা ছুঁয়েছেন কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোকে। ১৯৯৯-২০০০ মৌসুমে বার্সার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্টে রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘ দুই যুগ পর তার পাশে বসলেন রাফিনহা।
সারাবাংলা/এফএম