Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আসামি ধরতে গিয়ে ৭ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১০:০৫

চৌগাছা থানা, যশোর

যশোর: যশোরের চৌগাছায় আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনসহ ৭ জন পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় সহকারী উপপরিদর্শক (এএসআই) লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৬ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ওসি আনোয়ার হোসেন, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই লাবলুর রহমান, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়াম (২৩) কে গ্রেফতারে অভিযান চালান এসআই মারুফ ও এসআই উত্তম সঙ্গীয় থানা পুলিশের একটি দল। সিয়ামকে আটকের পর তার সহযোগীরা পুলিশের উপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তার ওপরসহ পুলিশ দলের ওপর হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখের কোণে এবং এক সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে গুরুতর আহত এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় আসামি সিয়ামকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এনজে

আসামি আহত পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর