ভারতের বিমান হামলায় নিহত ২৬: পাকিস্তানের আইএসপিআর
৭ মে ২০২৫ ১২:২৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৪:২০
ভারতের চালানো ২৪টি বিমান হামলায় পাকিস্তানের অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বুধবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইএসপিআর প্রধান বলেন, পাকিস্তানের বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় হামলায় ১৩ জন নিহত হন, যাদের মধ্যে দুই জন তিন বছর বয়সী শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া ৩৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।
মুজাফ্ফরাবাদের কাছে বিলাল মসজিদে এক হামলায় তিনজন নিহত হন এবং দুই শিশু, একজন মেয়ে ও একজন ছেলে আহত হয়। কোটলিতে অবস্থিত আব্বাস মসজিদেও হামলা হয়েছে, যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক যুবক নিহত হন।
আইএসপিআরের দাবি, পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি কমব্যাট ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলো ভূপাতিত হয় ভাটিন্ডা, জম্মু, অখনূর, শ্রীনগর ও আওয়ান্টিপুর এলাকায়।
তিনি বলেন, পাকিস্তানের আরও অনেক বিমান ভূপাতিত করার সক্ষমতা থাকলেও, দেশটি সংযম প্রদর্শন করেছে। তিনি আরও জানান, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর ১২ নম্বর ইনফ্যান্ট্রি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে, যা ১৫ কর্পসের অধীনে কাজ করছিল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানে নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঘটনার পর ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এবং ওই অঞ্চলের আকাশপথ বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত, একাধিক বিমানবন্দর বন্ধ
পাকিস্তানে ভারতের বিমান হামলা, নিহত ৮
উল্লেখ্য, ভারত কাশ্মীরের পর্যটকদের ওপর হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সারাবাংলা/এনজে