Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৫ ১২:৩৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৪:২০

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কর্তা বাড়ানো হয়েছে।

বুধবার (৭ মে) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।’

কাশ্মীরের পেহেলগামে হামলা পর ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

ভারতের হামলার নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেছেন, ‘জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা (হামলা) শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব।’

এদিকে ভারত-পাকিস্তানের পালটাপালটি এসব হামলার পর উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর।

ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার স্থানীয়দের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু-কাশ্মিরে স্কুল-কলেজ।

সারাবাংলা/ইআ

জরুরি অবস্থা জারি পাকিস্তানে ভারতের হামলা পাঞ্জাব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর