বেতন বাড়ল ‘বিদ্রোহী’ নারী ফুটবলারদের
৭ মে ২০২৫ ১৪:৩১
৩৫ ফুটবলারের সঙ্গে চুক্তি করলেও বাফুফের চুক্তির বাইরে ছিলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। অবশেষে নতুন চুক্তির আওতায় এলেন বিদ্রোহী ১৮ নারী ফুটবলারও। শুধু নতুন চুক্তি নয়, একই সঙ্গে বেতনও বাড়ছে সাবিনা-সানজিদাদের।
গত ৩০ জানুয়ারি জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান সাবিনাসহ ১৮ নারী ফুটবলার। অনেক টানাপোড়ন ও নাটকের পর তাদেরকে ছাড়াই খেলা চালিয়ে যায় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত থেমেছে বিদ্রোহ, অনুশীলনেও যোগ দিয়েছেন সেই ১৮ নারী ফুটবলার।
তবে ওই ১৮ জনকে বাদ দিয়েই ৩৫ ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছিল বাফুফে। এবার চুক্তি করা হয়েছে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গেও। সব মিলিয়ে ৫৩ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী তিন ক্যাটাগরিতে বেতন পাবেন সাবিনারা। সিনিয়রদের বেতন বেড়েছে ৫ হাজার, তারা পাবেন ৫৫ হাজার টাকা। সর্বনিম্ন ২০ হাজার টাকা পাবেন জুনিয়ররা।
সামনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৩১ মে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ, ৩ জুন বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
সারাবাংলা/এফএম