খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাংগা সীমান্ত এলাকা হতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন বলে জানা গেছে।
বুধবার (৭ মে) সকাল হতে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তিনি জানায়, মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন। এর মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি দল তাদের আটক করে।
তবে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।