Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৭ মে ২০২৫ ১৯:২২

শিবিরের বিক্ষোভ

পঞ্চগড়: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা।

বুধবার (৭ মে) বিকেলে জেলা শহরের এমআর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়। শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পথসভায় জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, শহর জামায়াতের আমির জয়নাল আবেদীন, বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির পঞ্চগড়ের সভাপতি জুলফিকার রহমানসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন নিরপরাধ রাজনীতিবিদ, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি। গণঅভ্যুত্থানের পরে আলীগের সময় কারাবন্দি অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবারের (৮ মে) মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সারাবাংলা/এইচআই

এটিএম আজহারুল ছাত্র শিবির বিক্ষোভ মুক্তির দাবি শিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর