Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশনে যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ৭ মে ২০২৫ ২৩:০৫

‎ঢাকা: ‎বুড়িগঙ্গা নদীতে সরাসরি বর্জ্য নিঃসরণের ঘটনায় শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়।

‎বুধবার (৭ মে) এ অভিযান চালানো হয়েছে।

‎অভিযানের শুরুতেই কর্মকর্তারা নদীর তীরে একটি পাইপলাইন দিয়ে দূষিত পানি সরাসরি বুড়িগঙ্গায় ফেলার দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেই বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।

‎পরে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

‎পরিদর্শনে অধিদপ্তরের পরিচালক বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযানকালে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

‎সারাবাংলা/এনএল/আরএস

বুড়িগঙ্গা নদীতে বর্জ্য নিঃসরণ যৌথ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর