পরিবারসহ সালমান এফ রহমানের ৯৪ কোম্পানির শেয়ার অবরুদ্ধ
৭ মে ২০২৫ ২০:১৩ | আপডেট: ৭ মে ২০২৫ ২৩:০৫
ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্টদের নামে ৯৪টি কোম্পানিতে থাকা শেয়ার ও ১০৭টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ২৮টি সালমান এফ রহমানের কোম্পানির মালিকানাধীন। বাকি ৭৯টি নিজের ব্যক্তি মালিকানাধীন রয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজারও কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতসহ হাজারও কোটি টাকা বিদেশে পাচার করেন তারা। দুদকের অনুসন্ধানে তাদের নামে থাকা এসব কোম্পানির শেয়ার ও বিও হিসাবের তথ্য উঠে আসে।
ক্ষমতার পরপরিবর্তনের পর এসব কোম্পানির শেয়ার ও বিও হিসাবগুলো হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন অভিযুক্তরা। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের মালিকানাধীন থাকা শেয়ার ও বিও হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
সারাবাংলা/আরএম/এমপি
শেয়ার অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালমান এফ রহমান