Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুব শিগগিরই শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ২১:৩৯ | আপডেট: ৮ মে ২০২৫ ০৯:৩৩

মতবিনিময়ে সভা

ঢাকা: খুব শিগগিরই বাস রুট রেশনালাইজেশন শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেছেন, এটি শুরু হচ্ছে শিগগিরই।

বুধবার (৭ মে) রাজধানীর তেজগাঁয়ে সড়ক ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়ে সভায় এ কথা জানান তিনি।

ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন প্রকল্প খুব শিগগিরই চালু হচ্ছে জানিয়ে শেখ মইনউদ্দিন বলেন, এখন যেহেতু দেশে রাজনৈতিক সরকার নেই, তাই কাজটি বাস্তবায়নে কোনো রাজনৈতিক চাপ নেই। এটি বাস্তবায়নের জন্য এখনই উপযুক্ত সময়।

তিনি জানান, যানজট নিরসনে হাইকোর্ট মোড় থেকে ফার্মগেট পর্যন্ত একটি পাইলট প্রকল্পের আওতায় আধুনিক সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে। এর ফলে নির্দিষ্ট স্টপেজে গাড়ি থামানো এবং সিগন্যাল অনুযায়ী চলাচল নিশ্চিত করা যাবে।

মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। সমন্বয়ের অভাব দূর করতে প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভার আয়োজন করা হবে। এ জন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করা হবে। যেখানে নিয়মিত আপডেটগুলো দেওয়া হবে।

শেখ মইনউদ্দিন বলেন, এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো একে অপরের সঙ্গে ঠিকভাবে সমন্বয় করছে না। সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, কারো সঙ্গে কেউ সমন্বয় করতে চায় না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভা করব। এতে নতুন, চলমান ও আপকামিং প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরা হবে এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা হবে। এই সভায় মন্ত্রণালয়ের প্রতিটি বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পর্যায়ের স্টেকহোল্ডাররাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। এটি কার্যকর হলে এই যানবাহনগুলো নির্দিষ্ট রাস্তায় চলাচল করতে পারবে, সব রাস্তায় নয়।

প্রকল্প খরচে আসছে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসছে বলে জানান তিনি। দেশজুড়ে বিভিন্ন প্রকল্পে খরচের বিষয়ে প্রশ্ন করা হলে শেখ মইনউদ্দিন বলেন, আমরা একটি টিম গঠন করছি যারা সব প্রকল্পের খরচ যাচাই করবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ এখন প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। তাই ভবিষ্যতে কোনো প্রকল্প অনুমোদনের আগে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, বিআরটিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা, বিআরটিআর চেয়ারম্যান মো. ইয়াসিন, সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার। এ ছাড়া রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সব সদস্য উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এইচআই

বাস রুট যানজট যানজট নিরসন সড়ক পরিবহণ