Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
আর্সেনালকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৫ ০৮:৪৭ | আপডেট: ৮ মে ২০২৫ ১৬:২৫

ফাইনালে ওঠার পর পিএসজির উল্লাস

নিজেদের ইতিহাসে মাত্র একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন তারা। আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালের পথে একধাপ এগিয়ে ছিল পিএসজি। পার্ক ডি প্রিন্সে সেমির দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ৫ বছর পর স্বপ্নের ফাইনালে পৌঁছে গেল পিএসজি।

এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল কাল রাতে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মুডে। একের পর এক আক্রমণ সাজালেও গোলটাই শুধু আসছিল না। গোলপোস্টের সামনে ঢাল হয়ে দাঁড়ান পিএসজি কিপার ডোনারুমা। তার দারুণ কিছু সেভ ও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে সমতা ফেরাতে পারেনি আর্সেনাল।

বিজ্ঞাপন

উল্টো ২৭ মিনিটে ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক ভলিতে বল জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত কিছু সেভে পিএসজিকে এগিয়ে রেখেছেন ডোনারুমা। ৬৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল পিএসজি। তবে ভিতিনিয়ার শট ঠেকিয়ে দেন রায়া।

লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি পিএসজি। ৭২ মিনিটে উসমান ডেম্বেলের অ্যাসিস্টে গোল করে পিএসজির ফাইনালে ওঠা এক রকম নিশ্চিত করেন হাকিমি। ম্যাচের শেষভাগে এক গোল শোধ করেছে আর্সেনাল। বুকায়ো সাকার ৭৬ মিনিটের সেই গোল অবশ্য কোনো কাজে আসেনি দলের।

শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল পিএসজি। ৩১ মের ফাইনালে আলিয়াঞ্জ অ্যারেনাতে এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলান ও পিএসজি।

সারাবাংলা/এফএম

আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর