Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ৮ মে ২০২৫ ১১:৩৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের বিমান হামলায় ঝড়া প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে স্বাধীনতাকামীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এ ঘটনার বদলা হিসেবে গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর পালটা হামলা চালায় পাকিস্তানও। পালটাপালটি এই হামলায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, ‘তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত (মঙ্গলবার) রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

বিজ্ঞাপন

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।

সারাবাংলা/ইআ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর