কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় কিশোর নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ০৯:৩৭
৮ মে ২০২৫ ০৯:৩৭
কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মাহির (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারগাড়া এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাহির কুষ্টিয়া চৌরহাস কুটিপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহির রাস্তা পারাপার হচ্ছিল এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়৷ পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/ইআ