Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৩:৩৯

ঢাকা: রাজধানীর হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

মৃত ব্যক্তির নাম শাহীনুর রহমান আশু (৪২), তার বাবার নাম আবেদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে।

হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, ওই ব্যক্তিকে বুধবার সকাল থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তার পরনের ময়লা পোশাক দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ্য ছিলেন তিনি। এলাকার লোকজনই তাকে খাবার খাওয়াচ্ছিল। আজ সকালে জানতে পারি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওই ব্যক্তি।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির বলেন, গত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় যানবাহনের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। খবর পেয়ে ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে।

এসআই আরও বলেন, মৃত ব্যক্তির প্রথমে কোন পরিচয় পাওয়া যায়নি। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যায়।

সারাবাংলা/এসএসআর/এমপি

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর