Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৪:১৯

পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান।

নেত্রকোনা: নেত্রকোনায় সড়কে অ্যাম্বুলেন্স থামিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, সালমান রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে। এরইমধ্যে বহিষ্কার করার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে। তিনি স্বামীসহ ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি বাবার বাড়ি গিয়েছিলেন। এলাকার একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কুমুদগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে সালমান রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক গাড়িটি থামান। এ সময় তার নির্দেশে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ওই নারীকে নামিয়ে শ্লীলতাহানি করেন অন্য যুবকেরা। দুই ঘণ্টা আটকে রাখা হয়েছিল ওই নারীকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তাকে উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে

ছাত্রদল নেতা বহিষ্কার শ্লীলতাহানির অভিযোগ