ফাইনালে উঠে ‘কৃষক লিগ’ ট্রলের জবাব দিলেন এনরিকে
৮ মে ২০২৫ ১৫:০০
ইউরোপের গণমাধ্যম থেকে শুরু করে নামীদামী ক্লাব; হরহামেশাই ফরাসি লিগকে কটাক্ষ করা হয় ‘কৃষক লিগ’ ডেকে। সেই ফ্রেঞ্চ লিগের পিএসজিই এবার পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আর্সেনালকে হারিয়ে ফাইনালে পা রাখার পর ‘কৃষক লিগ’ নিয়ে ট্রলে জবাব দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।
প্রতিদ্বন্দ্বীতার অভাব ও পিএসজির একতরফা দাপটের কারণে ‘কৃষক লিগ’ তকমা পেয়েছে ফ্রেঞ্চ লিগ। পিএসজি তো বটেই, ফ্রান্সের অন্য ক্লাবগুলোও এমন তকমায় বেজায় অখুশি। ২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত টানা ১১বার লিগ জিতেছে পিএসজি।
ফ্রেঞ্চ লিগকে সবচেয়ে বেশি ‘কৃষক লিগ’ বলে খোঁচা দেয় ইংলিশ মিডিয়া ও প্রিমিয়ার লিগের ক্লাবের সমর্থকরা। এবারের চ্যাম্পিয়নস লিগে চারটি ইংলিশ ক্লাবকে হারিয়েছে পিএসজি। গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটি, দ্বিতীয় রাউন্ডে লিভারপুল, কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলা ও সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেছে পিএসজি।
আর্সেনালকে নিজেদের মাঠে হারানোর পর এনরিকে নিজের উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি। উদযাপনের সময় ‘কৃষক লিগের’ তকমা নিয়েও খোঁচা দিয়েছেন ইংলিশ মিডিয়াকে, ‘ফার্মার্স লিগ তাইনা? আমরা ফার্মার্স লিগ! চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দারুণ এক সাফল্য। এটা আমরা উপভোগ করছি। সবাই আমাদের প্রশংসা করছে। আমরা যেভাবে খেলি, সেটা নিয়েই কথা হচ্ছে।’
ফ্রেঞ্চ লিগে দাপট দেখালেও চ্যাম্পিয়নস লিগ যেন পিএসজির কাছে বরাবরই হতাশার গল্প। এবার অবশ্য বদলে যাওয়া পিএসজির অন্য রূপ দেখেছে ইউরোপ। এনরিকে জানালেন বদলে যাওয়া পিএসজির রহস্য, ‘মৌসুমের শুরুতে যখন আমরা চ্যাম্পিয়নস লিগে বিপর্যস্ত ছিলাম, তখন এরকম পারফরম্যান্স মেনে নিতে পারিনি। তখন ফুটবলারদের উদ্দেশে কিছু কথা বলি। সবার সঙ্গে আলোচনায় বসি। আমি সবাইকে বলেছিলাম, আমরা ইউরোপের সেরা দলগুলোর একটি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে গ্রুপ পর্বের সেই জয়টাই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল।’
সারাবাংলা/এফএম