জামিন পেলেন চয়নিকা চৌধুরী
৮ মে ২০২৫ ১৬:১৪ | আপডেট: ৮ মে ২০২৫ ১৭:৪৪
ঢাকা: চেক প্রতারণার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন চয়নিকা চৌধুরী। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান।
জানা গেছে, গত ৬ মে মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির হননি আসামি চয়নিকা চৌধুরী। তার পক্ষে সময় চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী। তবে নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। একইসঙ্গে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়।
এর আগে, ২০১৩ সালের ১৪ মে চেক প্রতারণার অভিযোগ এনে চয়নিকার বিরুদ্ধে মামলাটি করেন প্রযোজক রাশেদুল। ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চয়নিকার মাধ্যমে ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন প্রযোজক রাশেদুল। এজন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন তিনি। কিন্তু চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি এই নির্মাতা। তার সঙ্গে যোগাযোগ করলে নাটক নির্মাণ করতে অপরাগতা প্রকাশ করেন। একই সঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর রাশেদুলকে দুই লাখ ৩০ হাজার টাকার চেক দেন চয়নিকা। ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন বাদী। পরবর্তীতে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। এজন্য ঢাকার আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
সারাবাংলা/আরএম/ইআ