Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা, বেরোবির সহকারী রেজিস্ট্রার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৬:২৪ | আপডেট: ৮ মে ২০২৫ ১৮:৩৬

রাফিউল হাসান রাসেল

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় বিস্ফোরক মামলায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাফিউল হাসান রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টায় নিজ বাসা থেকে রাসেলকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সরদার।

রাফিউল হাসান রাসেল প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। এর আগে বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিস্ফোরক আইনে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ। মামলা দায়েরের পরপরই সহকারী রেজিস্ট্রার মোক্তারুলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো দুইজন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ আরও অনেকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

আবু সাঈদ হত্যা বেরোবি সহকারী রেজিস্ট্রার হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর