Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৭:৩৬

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূ (২১) দলবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন— মো. স্বাধীন খান (২২) ও মো. আলী হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে স্বাধীন খান ও আলী হোসেন কৌশলে তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে তাকে তারা দলবদ্ধ ধর্ষণ করেন। পরে তারা অটোরিকশাচালক আলী হোসেনকে ডেকে আনলে সেও ধর্ষণ করে। এরপর ভুক্তভোগীকে অটোরিকশায় করে উপজেলার কালিগঞ্জ ঢালী বাড়ি মসজিদের সামনে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে তিনি থানায় অভিযোগ করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

গৃহবধূকে ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর