ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা
৮ মে ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৮ মে ২০২৫ ২০:১২
পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার (৭ মে) রাত থেকে বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান এসব হামলা চালিয়েছে বলে দাবি দেশটির। হামলায় ভারতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি।
এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পালটা হামলায় পাকিস্তানের একাধিক বিমান প্রতিরক্ষা রাডার ও সিস্টেম ধ্বংস করেছে।
ভারতীয় সরকারের বিবৃতি অনুযায়ী, লাহোরসহ বিভিন্ন স্থানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ ১৫টি শহরের সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছিল। ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা প্রতিহত করা হয়।
সরকার জানায়, পাকিস্তানের হামলার পর পালটা জবাবে ভারত সমান মাত্রা ও একই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখিয়েছে।
সূত্র অনুযায়ী, ভারত ইসরায়েলি হারপি ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ধ্বংস করে এবং এস-৪০০ সিস্টেম দিয়ে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র গুলি ভূপাতিত করে। ধ্বংস হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে এবং তা পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার (৮ মে) সকালে এক সর্বদলীয় বৈঠকে বলেন, পাকিস্তান যদি ভবিষ্যতে আবার ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে অপারেশন সিঁদুর অব্যাহত থাকবে।
সরকার আরও জানায়, পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলিংয়ের মাত্রা বাড়িয়েছে। কুপওয়াড়া, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে ভারী গোলাবর্ষণ চলছে।
সারাবাংলা/এনজে