Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক রাষ্ট্রপাতি আবদুল হামিদের দেশত্যাগ: এসপি প্রত্যাহার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২১:৫১ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫৩

সাবেক রাষ্ট্রপাতি আবদুল হামিদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯ টার দিকে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রাত ৮টার দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন দুই মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সারাবাংলা/ইউজে/এসআর

এসপি প্রত্যাহার মো. আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর