রফতানি প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষে বাংলাদেশ
৮ মে ২০২৫ ২২:১৪ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫২
ঢাকা: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২৭ শতাংশ। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি প্রবৃদ্ধিতেও শীর্ষে রয়েছে বাংলাদেশ।
গত বছরের এই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে যেখানে একহাজার ৭৫৬ মিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে, সেখানে চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে তা দুই হাজার ২২৩ মিলিয়ন ডলারে। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও বেড়েছে ১১ শতাংশ।
বৃহস্পতিবার (৮ মে) ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা)’র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ওটেক্সার তথ্য মতে, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করেছে ২০ হাজার মিলিয়ন ডলারের, গত বছর এই সময়ে আমদানি করেছিল ১৮ হাজার ৬৯ মিলিয়ন ডলারের। তথ্যমতে, প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রফতানি বেড়েছে ৪ দশমিক ১৮ শতাংশ, ভিয়েতনামের ১৩ দশমিক ৯৬ শতাংশ, ইন্দোনেশিয়ার বেড়েছে ২০ শতাংশ, ভারতের ২৪ শতাংশ, মেক্সিকোর ২ শতাংশ, কম্বোডিয়ার ১৪ দশমিক ৬৯ শতাংশ, পাকিস্তানের ১৭ দশমিক ৪৯ শতাংশ ও কোরিয়ার ২ দশমিক ১৭ শতাংশ। প্রথম তিন মাসে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে হন্ডুরাসের পোশাক রফতানি কমেছে ১০ দশমিক ১১ শতাংশ।
সারাবাংলা/ইএইচটি/এইচআই