Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের গবেষণা-কর্মদক্ষতা বাড়াতে বিনিয়োগে আগ্রহী জাইকা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২৩:৩৩

ঢাকা: শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও কর্মদক্ষতা বাড়াতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে উচ্চশিক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সভায় জাইকা এ আগ্রহ প্রকাশ করে। শিগগির এ বিষয়ে একটি প্রকল্প নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষায় দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে বলে জানান জাইকার টেকনিক্যাল এডুকেশন অ্যাডভাইজার টিমের প্রধান উপদেষ্টা সারেই মোতো। তিনি বলেন, ‘উচ্চতর গবেষণায় আধুনিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে এবং এর লক্ষ্য নির্ধারণ করা হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রদানে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।’

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ দেশের উচ্চশিক্ষা সহযোগিতায় জাইকার এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার পোস্ট গ্র্যাজুয়েট স্তরে বিশেষ প্রণোদনা দেওয়ার সুযোগ কম। ফলে, শিক্ষার্থীরা পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করতে উৎসাহ বোধ করে না।’ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পোস্ট গ্র্যাজুয়েট করতে আগ্রহী হবে বলে মনে করেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্বে জাপানের বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। জাপান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের তরুণরা অর্থনীতিতে ভালো ভূমিকা পালন করছে।’ তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য জাপানে বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং বৃত্তি ও ফেলোশিপের নতুন ক্ষেত্র খুঁজে বের করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাইকার টেকনিক্যাল এডুকেশন এডভাইজার টিমের প্রধান উপদেষ্টা সারেই মোতো চার-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সারাবাংলা/এনএল/পিটিএম

কর্মদক্ষতা গবেষণা জাইকা জাপান শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর