Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক, আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ০৯:১৯ | আপডেট: ৯ মে ২০২৫ ১৩:৫৩

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম

কুমিল্লা: ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি মিটিংয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতারা অংশগ্রহণ করেন।

এই বৈঠকে কুমিল্লা জুড়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মাঝেই তিনি কুমিল্লায় নাশকতা করার জন্য অনলাইনে পলাতক শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন। তারই পেক্ষিতে তাকে আমরা গ্রেফতার করি। বৈঠকে অংশ নেওয়া অন্যদেরকেও গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আওয়ামী লীগ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর