রাজবাড়ীর ইউনিয়ন পরিষদে আগুন, পুড়ে গেছে ডিজিটাল সেন্টার
৯ মে ২০২৫ ১২:০৩
রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ‘ভোরে স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর দেন। আমি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি এবং ইউনিয়ন পরিষদে আসি। এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুরে গেছে।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া বলেন, ‘ভোর ৫টা ১৩ মিনিটে আমরা খানগঞ্জ ইউনিয়ন পরিষদের অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমরা স্টেশন থেকে রওনা দিয়ে ভোর ৫টা ৩৪ মিনিটে পৌঁছায়। রাজবাড়ী থেকে ২টি ইউনিট ও কালুখালী থেকে ২টি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।’
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি ইউনিয়ন পরিষদে আগুন লেগে ডিজিটাল সেন্টার সম্পূর্ণ পুড়ে গেছে। আমি ঘটনা স্থলে যেতে পারি নাই।পরিষদের বর্তমান চেয়ারম্যান হয়েও আপনি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পরিষদে যাননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খুব সমস্যার মধ্যে আছি। এই বলে ফোনটি কেটে দেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পরিষদের মূল্যবান কাগজপত্রসহ অনেক কিছুই পুড়ে গেছে।
সারাবাংলা/এমপি