Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চের সামনে জুমা’র নামাজ আদায় করলেন আন্দোলনকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৪:৫১ | আপডেট: ৯ মে ২০২৫ ১৬:০৯

মঞ্চের সামনে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে তৈরি করা মঞ্চের সামনে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনেই আন্দোলনকারীরা জুমার নামাজ আদায় করেন।

এর আগে, সমাবেশে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা যমুনার সামনে থেকে সরে আসেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।

এদিকে, যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার বাসভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর