Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপ বাংলাদেশের আত্মপ্রকাশ আজ, মঞ্চ প্রস্তুত

ঢাবি করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ৯ মে ২০২৫ ১৭:১২

আপ বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ।

ঢাকা: আজ আত্মপ্রকাশ ঘটছে ইউনাইটেড পিপল বাংলাদেশে (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক প্লাটফর্মের। শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল ৪টা থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে এই প্লাটফর্মের সঙ্গে জড়িতরা শহিদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি থেকে আসা সাবেক শিবির নেতারা এই প্লাটফর্মে রয়েছেন।

প্লাটফর্মটির উদ্যোক্তারা জানিয়েছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এছাড়া দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে প্লাটফর্মটি।

এছাড়া, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়তে প্লাটফর্মটি কাজ করবে বলেও জানান তারা।

সারাবাংলা/কেকে/এমপি

আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর