Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানায় কানায় পূর্ণ এলাকা, সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৫:২৫ | আপডেট: ৯ মে ২০২৫ ১৮:৫০

দলে দলে মানুষ জড়ো হচ্ছেন সমাবেশে।

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচারের দাবিতে ডাকা সমাবেশের পুরো এলাকা ছাত্র জনতা দিয়ে কানায় কানায় পূর্ণ। সেই সঙ্গে সমাবেশ শুরু হওয়ায় একে একে বক্তব্য রাখছেন ছাত্র নেতারা।

শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে তৈরি মঞ্চে দুপুর ১২টা থেকেই লোকজনের সমাগম বাড়তে থাকে। আর জুমার নামাজের মিছিল নিয়ে আগত ছাত্র জনতার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের পুরো এলাকা। এছাড়া, গতকাল রাত থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র জনতা।

এ সময় আগত আন্দোলনকারীরা ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’; ‘লীগ ধরো, জেলে ভরো’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’; ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে, এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি

আওয়ামী লীগ নিষিদ্ধ সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর