বাসে উঠতে গিয়ে প্রাণ গেল ২ জনের
৯ মে ২০২৫ ১৫:১৭ | আপডেট: ৯ মে ২০২৫ ১৭:১২
ঢাকা: সাভারে যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫২) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার মাদবর কান্দি গ্রামের সায়েদ শেখ (৩৮)।
জানা গেছে, সকালে সাভার থেকে নবীনগর যাওয়ার জন্য বাসে অপেক্ষায় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে অপেক্ষা করছিলেন দুই যাত্রী। এ সময় তারা ঠিকানা পরিবহনের একটি বাস থামালে তাতে উঠার সময় পেছন দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাক বাসটিতে ধাক্কা দেয়। এ সময় বাস থেকে ছিটকে পড়ে যান ওই দুই যাত্রী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশে দুমড়েমুচড়ে যায়।
সাভার হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, ‘খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ঠিকানা পরিবহনের বাস ও রডভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে।’
সারাবাংলা/এনএল/এমপি