Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে আ.লীগ নেতা রাজ্জাকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৬:০১ | আপডেট: ৯ মে ২০২৫ ১৬:০৪

আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাক গ্রেফতার।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের অনুসারী ছিলেন।

অপরদিকে, একই মামলায় গত বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলমগীর নামে আরেক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত বৃহস্পতিবার মধুপর থানায় সোপর্দ করা হয়।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও আলমগীরকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাক গ্রেফতার ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা