রাজবাড়ীতে আ. লীগ নেতা আমজাদ গ্রেফতার
৯ মে ২০২৫ ১৭:২১ | আপডেট: ৯ মে ২০২৫ ১৭:৩৮
রাজবাড়ী: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেনকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ মে) বেলা ১২টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমজাদ হোসেন রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ঘটনায় হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনকে শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এনজে