Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার সমাবেশে পানি স্প্রে নিয়ে ডিএনসিসি’র ব্যাখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২২:০৮ | আপডেট: ১০ মে ২০২৫ ০৩:৪৪

ঢাকা: রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ডিএনসিসি এর প্রশাসক মোহাম্মদ এজাজ। একইসঙ্গে এ ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ মে) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে, সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয়, বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল।

মোহাম্মদ এজাজ জানান, ফ্রি প‍্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে। মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়। ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি করপোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়।

এর আগে, ‍দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে শীতল পানির ফোয়ারা ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যাননের মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রচণ্ড গরমের মধ্যে পানি ছিটিয়ে স্বস্তি দেওয়ায় আন্দোলনকারীরা ডিএনসিসির এ উদ্যোগকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এনএল/এইচআই

আ.লীগ নিষিদ্ধ আ.লীগ নিষিদ্ধ দাবি ডিএনসিসি পানি স্প্রে