Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২৩:৪৯

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলচালক রাসেল (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাকিল (২১)।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে কবিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে। আহত শাকিল একই এলাকার আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। নিহত রাসেল আলমডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত শাকিল জানান, মোটরসাইকেলযোগে দুইজন চা পান করার উদ্দেশ্যে কাথুলী বাজারে যাচ্ছিল। এ সময় পথের মধ্যে একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, ‘রাসেলের মাথায় গুরুতর আঘাত হয়েছিল। হাসপাতালে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের খবর তিনি জানেন না। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর