Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ০২:২২

ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

ফরিদপুর: ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি কোচ ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, বেনাপোল ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এদিকে, লাইনচ্যুত কোচ উদ্ধারে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের কর্মকর্তাসহ একটি কোচ।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, ‘লাইনচ্যুত কোচ উদ্ধারের জন্য আমরা রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়েছি। যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।’

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর পরে গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দু’টি একলাইন থেকে অন্য লাইনের উপর চলে যায়। এ কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজবাড়ী ও ঢাকা থেকে উদ্ধারকারী কোচসহ কর্মকর্তা রওনা দিয়েছেন।

ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসছে ঘটনাস্থলে। ট্রেনের যাত্রীরা নিরাপদে আছে। ট্রেন লাইনচ্যুতিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বগি লাইনচ্যুত বন্‌ধ ভাঙ্গা রেল চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর